মেকআপ প্রেমীদের কাছে বর্তমানে প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানে তৈরি প্রসাধনী ব্যবহারের প্রবণতা বাড়ছে। বিশেষ করে শীতের শুষ্ক আবহাওয়ায় বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের বদলে ঘরে তৈরি ‘লিপ ও চিক টিন্ট’ (Lip and Cheek Tint) ত্বক ও ঠোঁটের জন্য অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী। মাত্র কয়েক মিনিটে সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন আকর্ষণীয় এই টিন্টগুলো:
Thank you for reading this post, don't forget to subscribe!১. হিবিসকাস বা জবা ফুলের টিন্ট
জবা ফুলের প্রাকৃতিক লাল আভা ঠোঁটে এক রাজকীয় ছোঁয়া আনে। এটি তৈরি করতে এক টেবিল চামচ গ্লিসারিনের সাথে কয়েক ফোঁটা জোজোবা অয়েল ও সামান্য শিয়া বাটার মিশিয়ে নিন। এবার এতে জবা ফুলের পাপড়ির রস বা পাউডার যোগ করে ভালো করে মিশিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এটি ব্যবহারের জন্য একদম তৈরি।
২. বিটরুট বা বিটের টিন্ট
বিটরুট টিন্ট সবচেয়ে জনপ্রিয় এবং এটি দুইভাবে বানানো যায়।
-
পদ্ধতি ১: বিট কুড়িয়ে রস বের করে নিন। এবার ১০ চামচ রস আঁচে বসিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিন। ঘন রসের সাথে অ্যালোভেরা জেল ও আমন্ড অয়েল মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে রাখুন।
-
পদ্ধতি ২: হালকা আঁচে গ্লিসারিন ও সামান্য জল দিয়ে তাতে বিট পাউডার মেশান। মিশ্রণটি ঘন ও গাঢ় হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে জারে ভরে রাখুন। এটি ফ্রিজে রাখলে ২-৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
৩. ফুড কালারিং টিন্ট
ঝটপট টিন্ট বানাতে ফুড কালার চমৎকার কাজ করে। গ্লিসারিন, কোকো পাউডার, পেট্রোলিয়াম জেলি এবং ভিটামিন ই অয়েল একসাথে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লাল ফুড কালার দিন। অন্য পদ্ধতিতে গোলাপ জল, অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েল ফুটিয়ে ঘন করে তাতে ফুড কালার মিশিয়েও টিন্ট তৈরি করা যায়।
ব্যবহারের নিয়ম
ঘরোয়া টিন্ট ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। ত্বক খুব শুষ্ক হলে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, তবে তৈলাক্ত ত্বকে সরাসরি টিন্ট ব্যবহার করাই ভালো। আঙুলের ডগায় সামান্য টিন্ট নিয়ে গাল ও ঠোঁটে আলতো করে ব্লেন্ড করলে তা একদম স্বাভাবিক ও সতেজ দেখাবে।
শীতের এই ঘরোয়া সাজ আপনার ত্বককে যেমন কেমিক্যালের হাত থেকে বাঁচাবে, তেমনি ঠোঁটকে রাখবে নরম ও রঙিন।