সেন্সর বোর্ডের আনুষ্ঠানিক ছাড়পত্র পেল রানি মুখোপাধ্যায়(Rani Mukherjee) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’। যদিও মুক্তির আগে ছবিটিতে কিছু নির্দিষ্ট পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে বোর্ড। আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তার আগে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছবিটিকে ইউএ ১৬ (UA 16) সার্টিফিকেট দেওয়া হয়েছে, যার ফলে নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে দর্শকরাই সিনেমাটি দেখার অনুমতি পাবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বোর্ডের নির্দেশ অনুযায়ী, ছবির কয়েকটি দৃশ্য ও সংলাপে সংশোধন আনতে হবে নির্মাতাদের। জানা গিয়েছে, একটি সংলাপে ব্যবহৃত ‘বাচ্চি’ শব্দটির পরিবর্তে ‘লড়কি’ শব্দ ব্যবহার করার কথা বলা হয়েছে। পাশাপাশি, এক দৃশ্যে একটি মেয়েকে চড় মারার যে শট রয়েছে, সেটিতেও পরিবর্তন আনতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দৃশ্যটি আরও সংবেদনশীল ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
এছাড়াও সেন্সর বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, ছবিতে যদি ভারত সরকার বা কোনও সরকারি ব্যবস্থার বিরুদ্ধে নেতিবাচক অর্থ বহন করে এমন কোনও শব্দ, বাক্য বা সংলাপ থাকে, সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে হবে। এই নির্দেশের মূল উদ্দেশ্য হল যাতে সিনেমার বিষয়বস্তু সামাজিক ও রাজনৈতিকভাবে দায়িত্বশীল থাকে এবং কোনও বিতর্কের সৃষ্টি না হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হল, বোর্ড ছবিতে শিশু ও নারী পাচার সংক্রান্ত সচেতনতামূলক তথ্য যোগ করার কথাও বলেছে। এতে করে ছবির বার্তা আরও শক্তিশালী হবে এবং সামাজিক সচেতনতা তৈরিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের এই অ্যাকশন–থ্রিলার ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি পর্বে রানি মুখোপাধ্যায়ের শক্তিশালী পুলিশ অফিসারের চরিত্র দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই তৃতীয় পর্বে তাঁর প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা তুঙ্গে। সব মিলিয়ে, সামান্য পরিবর্তনের পর ‘মর্দানি ৩’ যে আরও পরিণত ও প্রভাবশালী রূপে বড়পর্দায় আসতে চলেছে, সে বিষয়ে আশাবাদী অনুরাগীরা।