লিওনেল মেসির (Lionel Messi ) গৌরবময় যাত্রায় যুক্ত হলো আরও এক নতুন সাফল্য। মাত্র কয়েক দিন আগে ইন্টার মায়ামির হয়ে তিনি জিতে নিয়েছেন মেজর সকার লিগের শিরোপা, যা তাঁর ক্যারিয়ারের মুকুটে নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে ঘোষণা হয়েছে যে আগামী ১৩ ডিসেম্বর তিনি কলকাতায় আসবেন। ভারত সফরের আগেই তাঁর ঝুলিতে আরও একটি বিশেষ সম্মান যুক্ত হয়েছে—এমএলএসের ‘সর্বোত্তম খেলোয়াড়’-এর পুরস্কার। পাশাপাশি প্রকাশ্যে এসেছে তাঁর অবসর-পরবর্তী জীবনের পরিকল্পনাও। ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, ফুটবলকে বিদায় জানাবেন যখন, তখন মেসি বার্সেলোনাতেই ফিরে যেতে চান এবং সেখানেই থাকতে চান পরিবার-সহ।
Thank you for reading this post, don't forget to subscribe!৩৮ বছর বয়স অতিক্রম করলেও মেসির পারফরম্যান্সে বয়সের কোনও ছাপই লক্ষ করা যায় না। মার্কিন লিগে এই মৌসুমে তিনি খেলেছেন ৩৪টি ম্যাচ, যেখানে তাঁর গোল সংখ্যা ৩৫। গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন সমান কার্যকর—অ্যাসিস্ট করেছেন ২৮টি। ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ জয়ের পেছনে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বড়। দলের মোট ১০১ গোলের মধ্যে ৬৩টি গোল সরাসরি বা পরোক্ষভাবে এসেছে তাঁর থেকে। তাই অবাক হওয়ার কিছু নেই যে এ বছরও তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। টানা দ্বিতীয়বার এই সম্মান জিতে প্রমাণ করলেন তিনি এখনো আমেরিকান লিগের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার। ভোটাভুটিতে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন মেসি, যা তাঁর আধিপত্যই স্পষ্ট করে।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির ট্রফি সংগ্রহ শুরু হয়। লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড জয় করার পর এবার তাঁরা পেলেন এমএলএস কাপও। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি আছে ২০২৮ পর্যন্ত, তবে মাঠের বাইরে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত অনেকটাই তৈরি। বেকহ্যামের মতে, তিনি চান মেসি মায়ামির সঙ্গেই থাকুন, কিন্তু মেসির মন পড়ে আছে তাঁর পুরনো ঘর বার্সেলোনায়। বেকহ্যাম জানান, “লিও আমাকে বলেছে, সে ক্যাম্প ন্যুর আশেপাশে থেকে জীবন কাটাতে চায়। বার্সেলোনাকে সে অন্য কারও চেয়ে বেশি ভালোবাসে। ওর শরীরে আছে বার্সার ট্যাটু, এমনকি নিজের বোতলেও বার্সার লোগো লাগিয়ে রাখে।”
স্পেনে কাটানো ১৭টি বছর মেসির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পর তিনি পিএসজি হয়ে এসে পৌঁছেছেন মায়ামিতে। সাম্প্রতিক সময়ে তিনি গোপনে ক্যাম্প ন্যুতেও সফর করে গিয়েছেন বলে জানা যায়। এরই মধ্যেই তাঁর ভারত সফর নিয়ে উত্তেজনা তুঙ্গে—১৩ ডিসেম্বর কলকাতা পৌঁছে তিনি যাবেন হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতেও।