ডেভেলপমেন্ট লিগে আত্মবিশ্বাসী জয় দিয়ে নতুন অভিযান শুরু করল মোহন বাগান(mohun Bagan)। শুক্রবার নৈহাটির মাঠে আইএফএ পরিচালিত ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে ১–০ ব্যবধানে জয় তুলে নেয় সবুজ-মেরুন শিবির। ম্যাচের একমাত্র গোলটি করেন রোহিত সিং। আক্রমণে একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষক নিশান্ত টপ্পোর দৃঢ় পারফরম্যান্সের জন্য ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি মোহন বাগানের। একাধিক নিশ্চিত সুযোগ আটকে দেন তিনি। পাশাপাশি তরুণ ফুটবলারদের কিছুটা অনভিজ্ঞতাও ম্যাচে প্রভাব ফেলেছে বলে মনে করছে ফুটবল মহল। তবু সামগ্রিকভাবে খেলায় নিয়ন্ত্রণ রেখে তিন পয়েন্ট তুলে নেয় মোহন বাগান।
Thank you for reading this post, don't forget to subscribe!অন্যদিকে, একই দিনে হতাশার মুখে পড়ে ইস্ট বেঙ্গল। ডেভেলপমেন্ট লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ০–১ গোলে পরাজিত হয় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় বিরক্তি প্রকাশ করে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে ইউনাইটেড স্পোর্টসের দুরন্ত প্রতি-আক্রমণ থেকেই আসে একমাত্র গোল। সৌম্যজিৎ তরফদার নিখুঁত ফিনিশে জাল কাঁপিয়ে দলকে জয় এনে দেন।
এদিকে অনূর্ধ্ব-১৬ লিগেও নিজেদের আধিপত্য বজায় রাখল মোহন বাগান। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ২–০ গোলে জয় পায় সবুজ-মেরুনের জুনিয়র দল। ম্যাচে গোল করেন রাজদীপ এবং স্যামুয়েল। মিনি ডার্বিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মোহন বাগানকে। বল দখল, পাসিং ও গতির দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে ছিল তারা।
অন্য অনূর্ধ্ব-১৬ লিগের ম্যাচে অবশ্য জয় পায়নি ইস্ট বেঙ্গল। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করে। একাধিক চেষ্টা সত্ত্বেও গোলের দেখা পায়নি লাল-হলুদ শিবির। সব মিলিয়ে দিনটি যেখানে মোহন বাগানের জন্য সাফল্যের, সেখানে ইস্ট বেঙ্গলের ঝুলিতে রইল হতাশা ও আত্মসমালোচনার রসদ।