Bangladesh
Bangladesh ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল মুসলিম। বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কর্মকর্তারা। মুসলিমদের “নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল মুসলিম উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে,” বলেন ভালুকা থানার ডিউটি অফিসার মি. মিয়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত দিপু চন্দ্র দাশের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। তার পিতার নাম রবি চন্দ্র দাস। নিহত দিপু চন্দ্র দাশ ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় চাকুরি করতেন।