Nadia News
Nadia News রাত পোহালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে আসছেন। তার আগে পরিত্যক্ত জায়গা থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়। প্রথমে নজরে আসে পথ চলতি মানুষের। খবর দেওয়া হয় পুলিশকে।ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে ভোটার কার্ড গুলি। ঘটনাটি Nadia News নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার উদয়পুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের পাশের ঘটনা। ওই ১২ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে পরিত্যক্ত জায়গা, যার মধ্যে নোংরা আবর্জনায় পরিণত।
Thank you for reading this post, don't forget to subscribe!সেই জায়গাতেই অসংখ্য ভোটার কার্ড উদ্ধার হয়। জানা গেছে প্রত্যেকটি ভোটার কার্ডের সাথে যোগ রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার। তাহলে কি বড়সড় চক্র জড়িত এই ঘটনার সাথে এ নিয়ে উঠছে প্রশ্ন। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসে স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে। এছাড়াও উদ্ধার করে অবৈধ ভোটার কার্ড গুলি।