নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগ সম্প্রতি সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই দিল্লি হাইকোর্ট অভিনেতা-প্রযোজক জুটির নামে সমন জারি করেছে। বিষয়টি নিয়ে তাঁদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোনে কোনও সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনও উত্তর মেলেনি বলে জানা যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’। ছবিটি নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে পরিচালক বাবা যাদবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, গোটা বিষয়টি সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারে। তাঁর দাবি, এই ধরনের কোনও ঘটনার কথা তিনি আগে শোনেননি। প্রয়োজনীয় তথ্যের অভাবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতেও অপারগ।
উল্লেখযোগ্য বিষয় হল, ‘সেন্টিমেন্টাল’ ছবির মাধ্যমেই প্রযোজনা জগতে আত্মপ্রকাশ করেন নুসরত ও যশ। তাঁদের প্রযোজনা সংস্থার নাম রাখা হয় ‘ওয়াইডি ফিল্মস’। ছবিটির প্রাথমিক নাম ছিল ‘মেন্টাল’। সেই সময় যশ-নুসরতের সংস্থার পাশাপাশি জেনিথ মিডিয়া স্কোপ প্রাইভেট লিমিটেড নামের আর একটি প্রযোজনা সংস্থাও ছবিটিতে আর্থিক বিনিয়োগ করে বলে সূত্রের খবর। দীর্ঘ প্রস্তুতি, নানা জটিলতা ও একাধিক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।
অভিযোগ অনুযায়ী, ছবির সহপ্রযোজকদের যে পারিশ্রমিক বা অর্থ প্রাপ্য ছিল, তা এখনও পরিশোধ করা হয়নি। দাবি করা হয়েছে, বিষয়টি মেটানোর জন্য একাধিকবার নুসরত ও যশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ইমেল পাঠানো হয়, বৈঠকের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু সেসব প্রচেষ্টা সত্ত্বেও কোনও স্থায়ী সমাধানসূত্র বেরোয়নি। অর্থ সংক্রান্ত সমস্যা থেকেই যায় এবং পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয়।
শেষ পর্যন্ত উপায় না দেখে সহপ্রযোজকদের তরফে আইনজীবীর মাধ্যমে আদালতের দ্বারস্থ হওয়া হয়। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই দিল্লি হাইকোর্ট অভিনেতা-প্রযোজক জুটিকে সমন পাঠিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এই মুহূর্তে পর্যন্ত নুসরত জাহান ও যশ দাশগুপ্তের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।