টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে (Paoli Dam) সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। বিশেষ করে তাঁর স্বামী অর্জুন দেবকে অধিকাংশ সময়ই আড়ালেই থাকতে দেখা যায়। শিল্পী দম্পতির সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা ঘুরছিল ইন্ডাস্ট্রিমহলে—শোনা যাচ্ছিল, নাকি তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। এমনকি কিছু গসিপে দাবি করা হচ্ছিল, পাওলি নাকি বরের থেকে আলাদা হওয়ার কথা ভাবছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু ৪ ডিসেম্বর তাঁদের বিবাহবার্ষিকীর দিন সব গুঞ্জন কার্যত থামিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। এই বিশেষ উপলক্ষ্যে তিনি স্বামীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে লেখেন—“আট বছর পার, এখনও গুণছি।” তাঁর এই ছোট্ট বাক্যেই স্পষ্ট হয়ে গেল, তাঁদের সম্পর্ক অটুট, আর বাইরে ছড়িয়ে থাকা জল্পনার কোনও ভিত্তি নেই।
অর্জুন দেব চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন। তিনি মূলত অসমের বাসিন্দা এবং পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী। বাঙালি হলেও দীর্ঘ দিন ধরে তিনি কলকাতার বাইরে থাকেন। পড়াশোনা করেছেন সান ফ্রান্সিসকোতে। ২০১৪ সালে প্রথমবার পাওলির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। কয়েক বছরের প্রেমের পরে ২০১৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। বিবাহের পর থেকে কখনও গুয়াহাটি, কখনও কলকাতা—দু’জায়গাতেই কেন্দ্রীভূত তাঁদের সংসার। দূরত্ব থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্কের উষ্ণতা বজায় রয়েছে বলেই পাওলির সাম্প্রতিক পোস্টে ইঙ্গিত মিলেছে।
এদিকে পাওলি দাম তাঁর কাজ নিয়েও সমানভাবে ব্যস্ত। অভিনয়ের দুনিয়ায় তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ওয়েব সিরিজ ‘গণশত্রু’তে তিনি অভিনয় করেছেন ত্রৈলোক্যতারিণীর ভূমিকায়—যিনি ভারতের প্রথম পরিচিত নারী সিরিয়াল কিলার হিসেবে ইতিহাসে চিহ্নিত। এই চ্যালেঞ্জিং চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন পাওলি; সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন যথেষ্ট।
সব মিলিয়ে, ব্যক্তিগত হোক বা পেশা—পাওলির জীবন বর্তমানে যথেষ্ট স্থিতিশীল ও সফল। বিবাহবার্ষিকীর দিনে তাঁর পোস্টেই আরও একবার স্পষ্ট হল, গুঞ্জন যতই হোক, তাঁদের সম্পর্ক আজও আগের মতোই দৃঢ়।
