Paschim Medinipur
Paschim Medinipur News চিকিৎসার গাফিলতিতে রোগী মৃ/ত্যু/র অভিযোগ উঠলো বেলদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ালো Paschim Medinipur পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একটি নার্সিংহোম চত্বরে। ঘটনায় জানা গিয়েছে বাখরাবাদ এলাকার এক গৃহবধূ শনিবার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে বেলদার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা করার কারণেই অস্বাভাবিক মৃ/ত্যু হয়েছে ওই গৃহবধুর। মৃ/ত গৃহবধুর নাম সঙ্গীতা বিশ্বাস।
Thank you for reading this post, don't forget to subscribe!বয়স প্রায় ২৫ বছর। বাড়ি বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়। মৃত গৃহবধূর স্বামী স্বত্যদ্বীপ বিশ্বাসের অভিযোগ, সামান্য পেটে ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় নার্সিংহোমে ভর্তি করেন তার স্ত্রীকে। এরপর ভুল চিকিৎসার কারণে মাঝরাতে পেটের যন্ত্রণা আরও বাড়ে বলে অভিযোগ তার। পরের দিন সকালে কর্মরত চিকিৎসক ওই গৃহবধুর USG করাতে বলেন। এরপর পরিবারের লোকজন বেলদাতে ওই গৃহবধুর USG করাতে নিয়ে গেলে তখনই স্ক্যান সেন্টারে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, মৃত অবস্থায় ওই গৃহবধূকে USG করাতে পাঠায় নার্সিংহোম কর্তৃপক্ষ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মৃ/ত/দেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা থানার ওসি প্রণব সেনাপতি সহ বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধের দাবি জানিয়েছেন এলাকার লোকজন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।