Durgapur News
দুর্গাপুর Durgapur News : নিজে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী। তারপরেও সাইবার প্রতারণার শিকার। মাথায় হাত দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার নডিহা দক্ষিণায়নের দেবাশীষ সরকারের। মোবাইলে আসা একটি লিঙ্ক আর কথোপকথন চালাতে গিয়ে অবসরপ্রাপ্ত ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীর ব্যাঙ্ক একাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও। লিখিত অভিযোগ দায়ের কোকওভেন থানায়। ২০২১ সালে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের শাখা থেকে অবসর নেন দেবাশীষ বাবু, ঠিক করেছিলেন জীবনের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!চলতি বছরের ২৩ শে অক্টবর তার মোবাইলে একটা লিংক আসে সেখানে তিনি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করতেন সেই ব্যাঙ্কের লোগো সাটানো একটি লিংক আসে, তাকে বলা হয় যদি তিনি অন লাইনে কোনো কিছু টাকা গচ্ছিত রাখতে চান তাহলে নিরাপদে রাখতে পারেন। নিজের ব্যাঙ্কের লোগো দেখে তিনি তার লাইফ সার্টিফিকেট ফর্ম অন লাইনের ঐ সাইটের মাধ্যমে ফিলাপ করা শুরু করেন। এরপর একটি ফোন আসে তার কাছে বলা হয় খুব তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে।
ব্যাস, এরপরেই দুটি ধাপে পাঁচ লক্ষ করে ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায় ব্যাঙ্ক একাউন্ট থেকে। প্রথমটা তিনি বিশ্বাস করতে পারেননি, পড়ে দেখেন সবটাই শেষ। নিজে ব্যাঙ্ক কর্মী হয়েও যে এতো বড় জালিয়াতির শিকার তিনি হয়ে পড়বেন তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। নিজে ব্যাঙ্ক কর্মী হওয়ার সুবাদে তিনি তার এই টাকা কোন কোন একাউন্ট এ কার কার একাউন্ট এ ঢুকেছে সেই তথ্যও স্থানীয় কোকওভেন থানায় জমা করেছেন। কিন্তু থানার তদন্তকারী আধিকারিক তাকে বারবার ঘোরাচ্ছেন বলে অভিযোগ।
দুমাস হতে চলল এখনো সেই টাকার হদিস না পাওয়ায় এখন দুশ্চিন্তা গোটা পরিবারের ওপর।নিজের একটা ভুলের যে এইভাবে চরম মাসুল দিতে হবে সেটা ভাবতে পারছেন না দুর্গাপুরের নডিহা দক্ষিনাযনের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। দেবাশীষ সরকার বলেন,”আমি সাইবার প্রতারণার শিকার হয়েছি। যে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে সেই ব্রাঞ্চের নামও রয়েছে। পুলিশ চাইলেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু দু’মাস হতে চললো এখনো কোনো কাজ হয়নি।” পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে তদন্ত শুরু হয়েছে। সাইবার দপ্তর টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
