আগামী ৭ ডিসেম্বর অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) বিবাহবার্ষিকী। তবে বিশেষ দিনের ঠিক আগেই স্বামী সৌম্য মুখোপাধ্যায় রয়েছেন দেশের বাইরে—সিঙ্গাপুরে কাজে ব্যস্ত। ফলে প্রথমে মনে হয়েছিল দ্বিতীয় বিবাহবার্ষিকী হয়তো আলাদা আলাদাই কাটাতে হবে তাঁদের। কিন্তু সেই সম্ভাবনা নস্যাৎ করতে নিজেই উদ্যোগ নিলেন সন্দীপ্তা। ঠিক করলেন, বিশেষ দিনকে বিশেষভাবেই উদ্যাপন করবেন। তাই উড়ে যাচ্ছেন সিঙ্গাপুরে স্বামীর কাছে।
Thank you for reading this post, don't forget to subscribe!পরিকল্পনা অনুযায়ী, ৭ ডিসেম্বরই যাত্রা করবেন তিনি। সেখানে কয়েকটা দিন স্বামীর সঙ্গে কাটিয়ে আবার ফিরবেন কাজের দুনিয়ায়। দু’জনেরই ঘোরাঘুরির প্রতি আলাদা টান রয়েছে। তবে ব্যস্ততার জন্য বহুদিন কোথাও বেড়াতে যাওয়া হচ্ছিল না তাদের। সম্প্রতি সন্দীপ্তা মুম্বইতে হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে সাড়ে তিন মাস ব্যস্ত ছিলেন। সেই দীর্ঘ শিডিউল শেষে কয়েক দিনের জন্য ফিরেছেন কলকাতায়। নতুন কাজ শুরু হওয়ার আগে ছোট্ট বিরতিতে এবারই সুযোগ পেয়েছেন স্বামীর সঙ্গে সময় কাটানোর।
২০২৩ সালে প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন সন্দীপ্তা ও সৌম্য। জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়েছিল তাঁদের বিয়ে। সেই দিন নায়িকা পরেছিলেন সুফিয়া রঙের শাড়ি, আর সৌম্য পরেছিলেন তার সঙ্গে মানানসই পাঞ্জাবি। ইন্ডাস্ট্রির বহু সহকর্মী, বন্ধুবান্ধব এবং পরিচিত মুখ হাজির ছিলেন সেই বিয়েবাড়িতে—তারকাদের ভিড়ে ছিল উৎসবের আমেজ।
দুই বছরের দাম্পত্য জীবনে এখনো পর্যন্ত তাঁদের ভালোবাসা অটুট। ব্যস্ততার কারণে কখনও কখনও ভৌগোলিক দূরত্ব তৈরি হলেও সম্পর্কের উষ্ণতা কমে না একফোঁটাও। পেশাগত কারণে একে অপরের থেকে দূরে থাকলেও মন তাই থাকে অনবরত যুক্ত। এই কারণেই হয়তো দ্বিতীয় বিবাহবার্ষিকী আলাদা থেকে কাটাতে রাজি হননি সন্দীপ্তা। তিনি জানেন, বিশেষ দিনটি প্রিয় মানুষের কাছে গিয়ে উদ্যাপন করাই সবচেয়ে আনন্দের।
সিঙ্গাপুরে স্বামীর সঙ্গে তিনটে দিন কাটানো, আর তারপর আবার ফিরে এসে কাজের রুটিনে ঢুকে পড়া—এইভাবেই নিজের ব্যস্ত জীবনের মাঝে একটু সুখের সময় খুঁজে নিচ্ছেন তিনি। বিবাহবার্ষিকীর এই ছোট্ট সফর তাই শুধু উদ্যাপন নয়, বরং তাঁদের সম্পর্কের আন্তরিকতারই এক সুন্দর প্রমাণ।
