Purba Medinipur News
পূর্ব মেদিনীপুর Purba Medinipur News জেলার ময়না ব্লকের তিল খোজা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেনকে গত শুক্রবার সকালে মসজিদে যাওয়ার সময় ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান আলির ছেলে ফায়েজ আলী মারধোর করে বলে অভিযোগ, তার ঘাড়ে পিঠে পায়ে বাটাম দিয়ে মারার অভিযোগ উঠেছে।মোস্তফা হোসেন ৩৯ বুথের বিজেপির বুথ সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি নেতা বলে পরিচিত। সংখ্যালঘু হয়ে তিনি কেন বিজেপি করবেন ? বিজেপি করার অপরাধে তাকে মসজিদে ঢুকতে দেওয়া বাধা সহ সমস্ত রকম ভাবে সামাজিকভাবে বয়কট করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!তাকে মারধর করার ফলে তিনি মসজিদের কাছে অজ্ঞান হয়ে যান স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়না হসপিটালে নিয়ে যায় এই নিয়ে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বিজেপি করেন বলে তার জায়গায় জোর করে ঘর করা হয় | এই নিয়ে তিনি জেলা আদালত ও হাইকোর্টে মামলা করেন, হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি রয়েছে।গত ১১.১২.২০২৫ তারিখে পুলিশ কে মোস্তফাকে নিরাপত্তা দেওয়ায় নির্দেশ দেওয়া হয়,পাশাপাশি অবৈধ গৃহ্ নির্মানের জন্যে শাজাহান আলিদের ৫০০০ টাকা জরিমানা করা হয়| কিন্তু তার পরেই তিনি আক্রান্ত হন |
নিরাপত্তা হীনতায় ভূগছেন তিনি এমনই অভিযোগ করেন | মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন শাহজাহানের ছেলে ফায়েজের দাদা হাফেজ | তিনি বলেন মোস্তফা ফায়েজকে আক্রমন করে মারধর করে জামা ছিঁড়ে দেয় |উনি নিজেই একজন ক্রিমিনাল।ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।বিজেপির দাবি তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।তবে দোষী হলে কাউকেই ছাড়া হবেনা।