বলিউডের মডেল ও অভিনেত্রী সানি লিওন (Sunny Leone) এবার ফ্যাশনের সঙ্গে সচেতনতাকে এমনভাবে একসূত্রে বেঁধেছেন যে র্যাম্পে তাঁর উপস্থিতিই হয়ে উঠেছে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমে র্যাম্পে হাজির হন তিনি ঝলমলে সিলভার ও গাঢ় গোলাপি রঙের পোশাকে, সাজও ছিল সেই অনুযায়ী নিখুঁত। সানির র্যাম্পে হাঁটার আত্মবিশ্বাস যেমন দর্শকদের মুগ্ধ করেছে, ঠিক তেমনই এবার নজর কেড়েছে তাঁর অভিনব বার্তাবহ সাজ।
Thank you for reading this post, don't forget to subscribe!১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে, শুধু গ্ল্যামার নয়—এই বিশেষ দিনটিকে উপলক্ষ্য করেই সানি বেছে নিয়েছিলেন ভিন্নধর্মী এক ফ্যাশন স্টেটমেন্ট। র্যাম্পে প্রথমে দেখা যায় ক্রিস্টালখচিত সিলভার পোশাকের ওপর পরা গোলাপি মিনি ওভারস্কার্ট। কিন্তু ঠিক মুহূর্তেই, ফ্যাশন শোর মূল আকর্ষণ হিসেবে, তিনি খুলে ফেলেন সেই গোলাপি স্কার্ট। আর স্কার্ট সরতেই প্রকাশ্যে আসে তাঁর প্রকৃত বার্তা।
সবার সামনে ধরা দেয় যে সানির সিলভার ক্রিস্টাল পোশাকটি শুধু অলঙ্করণে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা—কারণ পোশাকটিতে লাগানো ছিল কন্ডোমের প্যাকেট। এই অনন্য উপস্থাপনার মাধ্যমেই সানি সকলকে মনে করিয়ে দিয়েছেন যে জাঁকজমক, রঙিন আলো কিংবা ফ্যাশনের চাকচিক্যের মধ্যেও ভুলে গেলে চলবে না সুরক্ষার গুরুত্ব। নিরাপদ থাকা এবং নিরাপদ সম্পর্ক বজায় রাখার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর এই র্যাম্প লুকের মূল বার্তা।
এই ব্যতিক্রমী পোশাকের ডিজাইনার অ্যাশলে রেবেলো জানিয়েছেন, সানির এই লুক বেছে নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল ফ্যাশনকে ব্যবহার করে সমাজের কাছে সচেতনতার কথা পৌঁছে দেওয়া। তাঁর বক্তব্যে স্পষ্ট, পোশাকটি পরিকল্পিত হয়েছিল ফ্যাশন আর সেফটি—দুইকে একই সুতোয় গাঁথার লক্ষ্যে।
সানির এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নানান প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়েছে, আর দর্শক-অনুরাগীদের পাশাপাশি বলিউড তারকারাও তাঁর এই সাহসী ও সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেছেন। অভিনেত্রী মালাইকা অরোরাও সানির এই ভিন্ন ভাবনা ও বার্তামূলক উপস্থাপনাকে কুর্নিশ জানিয়েছেন।
সানি লিওনের এই অভিনব প্রয়াস দেখিয়ে দিয়েছে, ফ্যাশন শুধু সৌন্দর্য বা স্টাইলই নয়—সামাজিক বার্তা দেওয়ার শক্তিশালী মাধ্যমও হতে পারে।
