আসন্ন ভারত–দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে কটকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ৯ ডিসেম্বর কটকের বরাবাটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। শুভমন গিল(Shubman Gill), সূর্যকুমার যাদবদের(Suryakumar Yadav) সরাসরি খেলা দেখার আশায় হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে ভিড় জমাচ্ছেন সকাল থেকেই। কিন্তু টিকিটের স্বল্পতার কারণে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাধারণ দর্শকদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার মধ্যে পুলিশ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!সমস্ত সমস্যার মূল কারণ—টিকিট বরাদ্দ নিয়ে অসন্তোষ। রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা, অর্থাৎ ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ৪৫ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের মাত্র ২০ হাজার টিকিট সাধারণ মানুষের জন্য বিক্রি করেছে। বাকি টিকিট স্পনসর, সদস্য ও ভিআইপি গোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তেই প্রচণ্ড ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। তাঁদের দাবি, যদি আগেই টিকিটের সংখ্যা এত কম রাখা হয়, তাহলে আগে জানানো উচিত ছিল। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট হাতে পাননি।
শুক্রবার সকালে কাউন্টার খোলার কথা থাকায় ভোর থেকেই স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়। কিন্তু কাউন্টার খোলা মাত্র পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়—দীর্ঘ সারি ভেঙে পড়ে, লোকজন একে অন্যকে ধাক্কা দিতে থাকে সামনে এগোনোর তাড়নায়। এই বিশৃঙ্খলার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জও করে।
সমর্থকদের বক্তব্য, এত অল্প সংখ্যক টিকিট বিক্রির কারণে সাধারণ দর্শকের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। মাত্র ছয়টি স্ট্যান্ডের টিকিটই নাকি বিক্রির জন্য রাখা হয়। দামও ছিল বিভিন্ন—৭০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকায় পৌঁছেছে কিছু আসনের মূল্য। কিন্তু সীমিত সংখ্যার কারণে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় সব টিকিট ফুরিয়ে যায়।
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে কটকে উন্মাদনা যেভাবে চরমে উঠেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে টিকিট বিতরণে অসন্তোষ, অব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। ম্যাচ শুরুর আগেই উত্তেজনা এমন থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি
