২০২০ সালের ঝড়ঝাপটা পেরিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিতর্ক, আইনি প্রক্রিয়া ও সমালোচনার মুখে পড়লেও এখন তিনি অভিনয় নয়, বরং পুরোপুরি মন দিয়েছেন ব্যবসায়। এমটিভিতে সঞ্চালকের ভূমিকায় দেখা মিললেও বলিউডে তিনি আর ফিরে আসেননি। অভিনয় থেকে ইচ্ছে করেই দূরত্ব বাড়িয়ে নিজের পোশাক–ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’-এর হাত ধরেই গড়ে তুলেছেন কোটি টাকার ব্যবসা।
Thank you for reading this post, don't forget to subscribe!২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে দেশ উত্তাল হয়ে ওঠে। সেই সময় রিয়া ও তাঁর পরিবারকে নানা অভিযোগে skandaled করা হয়, এমনকি আর্থিক অনিয়মের অভিযোগে তাঁকে কাটাতে হয় ২৭ দিন কারাগারে। মুক্তির পরও তাঁকে সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ার কটাক্ষ ও অপপ্রচার। তবু ধীরে ধীরে তিনি জীবনের অন্ধকার পর্যায় থেকে বেরিয়ে আসেন। চলতি বছরের মার্চে সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে তাঁর উপর থেকে সমস্ত অভিযোগ ওঠে যায়।
কিন্তু সেই অধ্যায়ের পর রিয়া আর সিনেমায় ফেরার সিদ্ধান্ত নেননি। বরং আইনের লড়াই ও সামাজিক চাপের মধ্যেই তিনি ভাবতে শুরু করেন কীভাবে নিজের জীবনকে নতুনভাবে গড়বেন। গ্রেপ্তারির দিন পরা সেই বার্তাবহ টিশার্টই তাঁকে অনুপ্রাণিত করে—পোশাকের মাধ্যমেও মানুষের কাছে কথা পৌঁছে দেওয়া যায়। ভাই শোভিকের সঙ্গে মিলে মাত্র ১ কোটি টাকা নিয়ে শুরু করা তাঁদের ব্র্যান্ড এখন পৌঁছেছে প্রায় ৪০ কোটির ব্যবসায়। ২০২৪ সালের আগস্টে অনলাইন বিক্রি শুরু হয়, যেখানে জিন্স, টিশার্ট, কো-অর্ড সেট সহ নানা ধরনের পোশাক পাওয়া যায়।
অভিশপ্ত সময় পেরিয়ে আজ নতুন করে নিজের অবস্থান শক্ত করেছেন রিয়া—অভিনেত্রী হিসেবে নয়, সফল ব্যবসায়ী হিসেবে।