Kukis
মণিপুরে Kukis কুকিদের কয়েকটি বাড়ি পোড়ানো নিয়ে নাগা ও Kukis কুকিদের মধ্যে চলতে থাকা চাপানউতরের জেরে কমিটি অন ট্রাইবাল ইউনিটি বুধবার ২ নম্বর এশিয়ান হাইওয়ে এবং ৩৭ নম্বর জাতীয় সড়কে বন্ধ ডেকেছিল। পাল্টা বন্ধের হুমকি দিয়েছিল নাগা সংগঠন এনপিও। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস এবং দুই তরফে পরিস্থিতি বিবেচনার পরে কুকিরা বন্ধ প্রত্যাহার করে নিল। কে. সাংলুং গ্রামে অগ্নিসংযোগের ঘটনার জেরে, ২৬ জানুয়ারির মধ্যরাত থেকে এই বন্ধ ডাকা হয়েছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!অভিযোগ ছিল, নাগা জেলিয়াংগ্রং ইউনাইটেড ফ্রন্ট ওই আগুন লাগিয়েছে। তবে নাগাদের দাবি ছিল, ওই এলাতায় অবৈধ ঘর গড়ে আফিম চাষ চালাচ্ছিল। তা বন্ধ করতেই আগুন লাগানো হয়। এ দিকে কুকি এলাকা চূড়াচাঁদপুরে কুকিদের জন্য পৃথক প্রশাসনের দাবিতে ও মেইতেইদের নেতৃত্বাধীনে নির্বাচিত সরকারের শরিক না হওয়ার কথা জানিয়ে বিরাট প্রতিবাদ মিছিল হয়। পাশাপাশি, মণিপুরের সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয় তদারকি করা বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। কমিটির আগের মেয়াদ আনুষ্ঠানিক ভাবে ২০২৫ সালের জুলাই মাসে শেষ হয়ে গেলেও তারা কাজ চালিয়ে যাচ্ছিল। কমিটি ইতিমধ্যেই পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে ৪২টি রিপোর্ট জমা দিয়েছে।