ডিসেম্বরের হাড়কাঁপানো শীতে আলমারি থেকে প্রিয় সোয়েটারটি বের করার পর যদি দেখেন তাতে রোঁয়া (Lint) উঠেছে, তবে মন খারাপ হওয়া স্বাভাবিক। সারাবছর আলমারিতে বন্ধ থাকা উলের পোশাকে ঘর্ষণের ফলে এই সমস্যা প্রায়ই দেখা দেয়। তবে দামী শীতপোশাকটি বাতিল করার আগে জেনে নিন কিছু সহজ ঘরোয়া কৌশল, যা প্রয়োগ করলে আপনার সোয়েটার ফিরে পাবে নতুনের মতো জেল্লা:
Thank you for reading this post, don't forget to subscribe!কাচার সঠিক পদ্ধতি
সোয়েটারের যত্ন শুরু হয় তা পরিষ্কার করার সময় থেকেই। উলের পোশাক ধোয়ার জন্য কখনোই কড়া ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এর বদলে হালকা লিকুইড ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় যদি ড্রাইওয়াশ করাতে পারেন। পোশাক ধোয়ার সময় জলের সঙ্গে সামান্য হোয়াইট ভিনিগার মিশিয়ে নিলে উলের তন্তু নরম থাকে এবং রোঁয়া ওঠার প্রবণতা কমে।
আধুনিক গ্যাজেটের ব্যবহার
বর্তমানে বাজারে ফ্যাব্রিক শেভার পাওয়া যায়, যা অনেকটা ট্রিমারের মতো কাজ করে। কোনো শক্ত সমতল জায়গায় সোয়েটারটি বিছিয়ে তার ওপর আলতো করে এই শেভারটি চালালে নিমিষেই সব রোঁয়া পরিষ্কার হয়ে যায়। এতে কাপড়ের কোনো ক্ষতি হয় না এবং সোয়েটার একদম ঝকঝকে দেখায়।
আঠালো কৌশলে রোঁয়া মুক্তি
সহজ সমাধানের জন্য লিন্ট রোলার ব্যবহার করতে পারেন। এর আঠালো স্তরে রোঁয়াগুলো আটকে উঠে আসে। হাতের কাছে রোলার না থাকলে বাড়িতে থাকা সেলোটেপ ব্যবহার করেও একই ফল পাওয়া সম্ভব। সেলোটেপ সোয়েটারের রোঁয়াযুক্ত অংশে লাগিয়ে টেনে তুলে ফেলুন, দেখবেন জমে থাকা আলগা সুতোগুলো পরিষ্কার হয়ে গেছে।
পিউমিক স্টোনের যাদু
শুষ্ক ত্বকের যত্ন বা পা ফাটায় আমরা যে পিউমিক স্টোন বা ঝামা পাথর ব্যবহার করি, তা কিন্তু উলের পোশাকের রোঁয়া তুলতেও বেশ কার্যকর। সোয়েটারের ওপর দিয়ে পাথরটি হালকাভাবে ঘষে দিন। দেখবেন ঘর্ষণে সব রোঁয়া আলগা হয়ে উঠে আসছে।
প্রিয় সোয়েটারটি পুরনো দেখাচ্ছে বলে অবহেলা না করে আজই এই সহজ টিপসগুলো ট্রাই করুন। সামান্য কিছু ঘরোয়া উপকরণের ব্যবহারেই ফিরবে আপনার শীতপোশাকের শ্রী।