বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে যখন জোরকদমে চলছে SIR প্রক্রিয়া, তখন অসমে চলছে SR, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদের এই সময়েই অসমে সামনে এল এক আবেগঘন ঘটনা, যা ছুঁয়ে গেল সাধারণ মানুষের হৃদয়।
Thank you for reading this post, don't forget to subscribe!অসমের প্রিয় সঙ্গীতশিল্পী, ‘ভূমিপুত্র’ জুবিন গর্গের (Zubeen Garg) অকাল প্রয়াণে আজও শোক কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। মাত্র দুই মাস আগে চলে গেছেন জুবিন, কিন্তু তাঁর অনুপস্থিতি যেন মানতে পারছেন না কেউই—তার মধ্যে অন্যতম গুয়াহাটির এক বিএলও, মহম্মদ তাফিজ উদ্দিন। ভোটার তালিকার সংশোধনীর দায়িত্ব অনুযায়ী, আর পাঁচজনের মতোই তাঁকে যেতে হয়েছিল জুবিনের বাড়িতে। নিয়ম অনুযায়ী প্রয়াতদের নামের পাশে ‘মৃত’ উল্লেখ করতে হয়। কিন্তু জুবিনের নামের পাশে সেই শব্দটি লিখতে গিয়ে থমকে যান তিনি।
কাগজে কলমে ‘মৃত’ শব্দটি লেখার মুহূর্তে তাফিজ উদ্দিনের হাত কেঁপে ওঠে। শেষ পর্যন্ত তিনি আর তা লিখতে পারেননি। আবেগে ভেসে তিনি ব্যবহার করেন সম্পূর্ণ ভিন্ন শব্দ—“আপনি চিরকাল অমর হয়ে থাকবেন।” তাঁর মতে, জুবিনের মতো একজন মানুষের মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। তিনি শুধু একজন গায়ক ছিলেন না, ছিলেন অসমের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।
এরপর জুবিনের বাড়িতে গিয়ে তিনি কথা বলেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। সংবাদমাধ্যমে তিনি জানান, “জুবিন আমাদের অসমের ভূমিপুত্র। তাঁর প্রয়াণ এখনো অসহনীয়। তাই ভোটার তালিকা যাচাইয়ের সময় নিজেকে সামলাতে পারিনি।”
বিএলও-র হাতে লেখা সেই মন্তব্যসহ ভোটার তালিকার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। জুবিন গর্গের অনুরাগীরা ছবিটি দেখে আবেগে ভেসে গেছেন। কেউ লিখেছেন, “তিনি সত্যিই অমর”, আবার কেউ বলেছেন, “অসম তাঁকে কখনো ভুলবে না।” মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্মে।
এই ঘটনা প্রমাণ করে দিল, একজন শিল্পী সত্যিই কখনো সম্পূর্ণভাবে বিদায় নেন না। তাঁর গান, তাঁর কাজ, মানুষের প্রতি তাঁর ভালোবাসা—সবকিছু মিলেই তিনি বেঁচে থাকেন কোটি মানুষের হৃদয়ে। জুবিন গর্গও ঠিক তেমনভাবেই আজও বেঁচে আছেন অসমবাসীর অনুভূতিতে ও শ্রদ্ধায়।
