বছর দু’য়েক আগে ‘পিপ্পা’ ছবিতে কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘কারার ওই লৌহ কপাট’-এর রিমেক তৈরি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এ.আর. রহমান(AR Rahman)। অনেক বাঙালি শিল্পীর কাছে ওই রিমেককে মূল গানের “অপভ্রংশ” বলেই মনে হয়েছিল, ফলে রহমানকে তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছিল। দীর্ঘ কাটাছেঁড়া ও বিতর্কের সেই অধ্যায় এখন অতীত। এবার সেই স্মৃতি সরিয়ে কলকাতাকে আবারও নিজের সুরের মোহে আবদ্ধ করতে চলেছেন বিশ্বখ্যাত সুরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতি বছর শীতের মরশুমে শহরে একের পর এক বড়সড় কনসার্ট হয়। ২০২৪ সালেও কলকাতা বহু আন্তর্জাতিক ও জাতীয় শিল্পীর অনুষ্ঠান দেখেছে। ব্রায়ান অ্যাডামস থেকে দিলজিৎ দোসাঞ্ঝ—একাধিক তারকা মঞ্চ মাতিয়েছেন। সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমও গত বছর শহরে পারফর্ম করেছেন। তাই ২০২৫–এর শীতেও যে বড় কোনো আয়োজন হবে, তা ধরেই নিয়েছিলেন শহরবাসী। রহমান কলকাতায় আসছেন—এই খবরেই প্রত্যাশা আরও বেড়ে গেল। তবে বছরের শেষে নয়, বরং নতুন বছরের শুরুতেই কলকাতা সুরের জাদুতে ভাসবে।
অন্যদিকে, ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে জল্পনা—রহমান কোন দিন, কোন ভেন্যুতে পারফর্ম করবেন? জানা গেছে, আগামী ১১ জানুয়ারি কলকাতায় তাঁর জমকালো কনসার্ট হবে, যার স্থায়িত্ব প্রায় পাঁচ ঘণ্টা। ঠিক কোন স্টেডিয়াম বা জায়গায় অনুষ্ঠান হবে, তা এখনো আয়োজকরা প্রকাশ করেননি। তবে অনুমান করা যায়, ঘোষণার সঙ্গে সঙ্গেই টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছবে।
উল্লেখ্য, রহমান শেষবার কলকাতায় কনসার্ট করেছিলেন ২০১২ সালে। পরে প্রায় তিন বছর বাদে কিংবদন্তি ফুটবলার পেলের এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে শহরে এসেছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবার কলকাতার দর্শক সেই “রহমান ম্যাজিক”-এর সাক্ষী হতে চলেছেন।
নজরুলগীতি রিমেক বিতর্ক একসময় তাঁকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিল ঠিকই, কিন্তু বহু প্রতীক্ষার পর তাঁর মনোমুগ্ধকর সুরের ভুবনে ফিরে পাবেন কলকাতাবাসী। আগামী জানুয়ারিতে তাঁর লাইভ কনসার্ট শহরের সাংস্কৃতিক আবহে নতুন উদ্দীপনা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। এক দশকেরও বেশি সময় পরে রহমানকে মঞ্চে দেখার আনন্দে সুরপ্রেমীদের উত্তেজনা এখনই চড়ছে।