Bangladesh
বাংলাদেশের Bangladesh চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একই রাতে চারটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, চুরি হওয়া চার মন্দিরের মধ্যে দুটি সর্বজনীন ও দুটি পারিবারিক।গত বৃহস্পতিবার রাতে এসব মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা সোনার হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটাসহ নিত্যপূজাসামগ্রী চুরি করে দুর্বৃত্তরা। এ ছাড়া শিবমন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল, ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। পরে শুক্রবার ভোরে এ চুরি সম্পর্কে জানতে পারেন সেবায়েতরা।এরপর বিষয়টি জানাজানি হলে শনিবার মামলা হয়। জানতে চাইলে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, মন্দিরে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে Bangladesh চট্টগ্রামের রাউজানে এক রাতে দুটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও রবীন্দ্র ডাক্তার বাড়িতে পৃথক তালা ভেঙে মন্দির চুরির ঘটনা গুলো ঘটে। সেখান থেকে ৪টি ঘট, ঘটের স্বর্ণ, ২টি পিতলেত মূর্তি, পিতলের কাসা-ঘন্টা, পিতলের ২টি থালা, শরি ২, দানবক্সের টাকাসহ প্রায় ৬০-৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। একই রাতে প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের তালা ভেঙে, ৩টি পিতলেত ঘট ও দানবক্সের টাকা মিলে ৫-৬ হাজার টাকা ক্ষতি হয়।
এর আগে গত শনিবার রাতে একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরেও চুরির ঘটনা সংগঠিত হয়। সেখান থেকে বড় পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে প্রায় ৮-১০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। স্থানীয় সুজন রায় ও তপন নামে দুই ব্যক্তি বলেন, গত কয়েকেদিনের ব্যবধানে আমাদের এলাকার তিনটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ বা মামলা করি নাই। তবে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাহেব আসার কথা রয়েছে। উনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন ‘চুরি ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি একটি অসুস্থ তাই জেনে বিস্তারিত জানাতে হবে।