দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক প্রমোশনাল অনুষ্ঠানের সাধারণ মঞ্চ মুহূর্তেই রূপ নিল এক অন্যরকম উৎসবে—আর তার কেন্দ্রবিন্দু ছিলেন শাহরুখ খান(Shah Rukh Khan)। দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য হিট সংলাপ উপহার দিয়েছেন তিনি, কিন্তু প্রতিবারই তাঁর কণ্ঠে সেগুলো শোনার সঙ্গে সঙ্গে দর্শকদের উত্তেজনা যেন নতুন করে জন্ম নেয়। ঠিক তেমনই ঘটল এদিন। উপস্থিত ছিলেন ছয় হাজারেরও বেশি ভক্ত। মূলত একটি রিয়েল এস্টেট প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে জমায়েত হলেও শাহরুখের আগমনমাত্রই সমস্ত আলো তাঁর ওপরই কেন্দ্রীভূত হয়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!মঞ্চে উঠে তিনি শোনালেন তাঁরই জনপ্রিয় ছবি ওম শান্তি ওম–এর কিংবদন্তি সংলাপ: “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জর্রে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।” সংলাপটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই পুরো হল উৎসাহে ফেটে পড়ে। ভক্তদের উল্লাস দেখে শাহরুখও আবেগপ্রবণ হয়ে তাঁদের ধন্যবাদ জানান—তাঁকে তারকা করে তোলার কৃতিত্ব যে পুরোপুরি তাঁদেরই, তা তিনি অকপটে স্বীকার করেন।
এতেই শেষ নয়। পাঠান–এর জনপ্রিয় গান ঝুমে জো পাঠান–এও নাচে মাতিয়ে দেন তিনি। তাঁর নিখুঁত নাচের স্টেপ আর দারুণ এনার্জি দর্শকদের মুহূর্তে মুগ্ধ করে ফেলে। অনুষ্ঠান চলাকালেই নিজের জীবনদর্শনও শেয়ার করেন শাহরুখ। জানান, ঈশ্বরে তাঁর গভীর বিশ্বাস রয়েছে এবং জীবনে তাঁর মূল শক্তি সবসময় কঠোর পরিশ্রম। তিনি বলেন, কঠোর পরিশ্রমই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
চলচ্চিত্রের দিক থেকে ২০২৫ সাল শাহরুখের কাছে মুক্তির বছর না হলেও সাফল্যের বছর ছিল নিঃসন্দেহে। তিন দশকের কেরিয়ারে প্রথমবার তিনি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি বিশ্বের অন্যতম সম্মানজনক ফ্যাশন ইভেন্ট—নিউ ইয়র্কের মেট গালায় অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একধাপ স্বীকৃতি পেয়েছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের তালিকায় বছরের সেরা একশো ফ্যাশন আইকনের মধ্যেও স্থান পেয়েছেন একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে। এর সঙ্গে আরও এক বড় মাইলফলক, ব্যক্তিগত সম্পদের নিরিখে প্রথমবার দশ হাজার কোটির গণ্ডি অতিক্রম করে বিশ্বমানের ধনীদের তালিকায় উঠে এসেছেন তিনি।
ভক্তরা এখন অপেক্ষা করছেন তাঁর পরের ছবি কিং–এর জন্য, যার প্রি-টিজার ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা কুড়িয়েছে। শোনা যায়, এই ছবির কাজে তিনি টানা দু’দিন রাত না ঘুমিয়ে কাজ করেছেন—যা ফের প্রমাণ করে, ‘হার্ড ওয়ার্ক’ই তাঁর সাফল্যের আসল মন্ত্র।