২০২৪ সালের পুজোর সময় প্রথমবার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সকলকে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার(Madhumita Sarcar)। তখনই তিনি জানান যে তাঁর জীবনে নতুন মানুষ এসেছে। সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় দু’জনের একসঙ্গে কাটানো নানান মিষ্টি মুহূর্ত নিয়মিত নজরে আসে। সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে ঘিরে নানা জল্পনা শুরু হয়। দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী—এ কথা আগেই নিশ্চিত করেছিলেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি। এর মাঝেই কানাঘুষোয় শোনা যায়, নতুন বছরের ২৩ জানুয়ারি নাকি তাঁদের বিয়ে হতে পারে। সত্যিই কি তেমন কিছু হতে চলেছে, তা জানতে সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল মধুমিতার সঙ্গে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে Madhumita Sarcar মধুমিতা জানান, তাঁরাও নানা রকম খবর কানে পাচ্ছেন। তবে বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। দুই পরিবার মিলেই কয়েকটি দিন নিয়ে আলোচনা চলছে, কারণ দু’জনেরই কাজের শিডিউল দেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। অভিনেত্রী জানান, আপাতত ২৩ জানুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি—এই দুটি তারিখ বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু ভেন্যু এখনও ঠিক হয়নি। কোন দিনে পছন্দসই ভেন্যু পাওয়া যাবে, সেটাই নির্ধারণ করবে চূড়ান্ত তারিখ। তবে তিনি এটুকু পরিষ্কার বলেন, যদি ২৩ জানুয়ারি তাঁদের বিয়ে হয়, তাহলে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে রিসেপশন করার পরিকল্পনা রয়েছে।
মধুমিতার ব্যক্তিগত জীবনের গল্প এখানেই শেষ নয়। এর আগে কম বয়সেই তিনি অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়, যা অনেককে অবাক করেছিল। বিচ্ছেদের পর অভিনয়ে মনোনিবেশ করেন মধুমিতা। কাজের ব্যস্ততার মাঝেই পরিচয় ঘটে দেবমাল্যের সঙ্গে। দেবমাল্য ইন্ডাস্ট্রির কেউ নন—তিনি আইটি সেক্টরে কর্মরত। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় এবং তা প্রকাশ্যে আনেন অভিনেত্রী নিজেই। এরপর থেকেই তাঁদের বিয়ে ঘিরে প্রত্যাশা, উত্তেজনা আর নানা রকম অনুমান থামছেই না।