রায়পুর: Chhattisgarh ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবথেকে বড় অপারেশনে মোট ৩১ জন মাওবাদীদের নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা। শুক্রবার, এই অপারেশনে সাফল্য পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার, অবুজমাদ এলাকার নেন্দুর গ্রামের থুলথুলি এলাকায় বেলা ১ টায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয়। মূলত, নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত অঞ্চলে এই গুলি যুদ্ধ শুরু হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!সেনা এবং পুলিশের যৌথ বাহিনী এই অপারেশনে অংশগ্রহণ করে। এই ঘটনায় মোট ৩১ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছেন বস্তারের আই জি পি সুন্দররাজ। এই প্রসঙ্গে তিনি জানান, জেলা পুলিশের কিছু বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়েই এই অভিযান চালানো হয়। এই অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭, একটি স্বয়ংক্রিয় এসএলআর পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত ওই এলাকায় একের পর এক অভিযানে মোট ১৮৯ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ এবং সেনার তরফ থেকে। এছাড়াও এই অভিযান শেষে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দাও সাই নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে নিরাপত্তা বাহিনীর এই কৃতিত্বের প্রশংসা করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “নিরাপত্তাকর্মীদের এই কাজ সত্যিই প্রশংসনীয়। আমি তাঁদের সাহসের প্রতি মুগ্ধ।” তিনি আরও লেখেন, “মাওবাদীদের বিরুদ্ধে আমাদের এই লড়াই একদম শেষ পর্যন্ত গিয়ে তবেই থামবে। আমাদের ডবল ইঞ্জিনের সরকার এই লক্ষ্যে অবিচল।”