শীতের ছুটিতে কলকাতার (Kolkata) পুরনো গন্তব্যগুলোর বাইরে এখন নিউটাউন চত্বর হয়ে উঠেছে বিনোদনের নতুন হটস্পট। বিশেষ করে খুদেদের নিয়ে একঘেয়েমি কাটাতে নিউটাউনের এই ৫টি জায়গা হতে পারে আপনার উইকএন্ডের সেরা গন্তব্য:
Thank you for reading this post, don't forget to subscribe!১. ইকো পার্ক (Eco Park): বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে জাপানি উদ্যান, জলাশয়, কৃত্রিম বনভূমি এবং টয়ট্রেন। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো বিশ্বের সপ্তম আশ্চর্যের নিখুঁত রেপ্লিকা। সব বয়সের মানুষের বিনোদনের জন্য এখানে আলাদা আলাদা জোন রয়েছে। সোমবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১১টা থেকেই এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।
২. সোনার কেল্লা পার্ক (Sonarkella Park): ফেলুদা-প্রেমী খুদেদের জন্য এই পার্কটি একটি চমৎকার উপহার। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘সোনার কেল্লা’র থিমেই এটি তৈরি। পার্কের ভেতরে উটের পিঠে ফেলুদা, তোপসে এবং জটায়ুর আইকনিক মূর্তির মডেলটি ছোটদের খুব টানে। সাজানো-গোছানো এই উদ্যানে বাচ্চারা প্রাণ খুলে দৌড়ঝাঁপ করতে পারে।
৩. এয়ারক্র্যাফট মিউজ়িয়াম (Aircraft Museum): বিশাখাপত্তনমের পর ভারতের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজ়িয়াম এটি। এখানে রাখা আছে নৌসেনার ২৯ বছরের পুরনো অবসরপ্রাপ্ত সুবিশাল যুদ্ধবিমান ‘টি-ইউ ১৪২’। ৫৩ মিটার লম্বা এই বিমানের ভেতরে ঢুকে আসল যুদ্ধবিমানের কলাকৌশল দেখার সুযোগ পায় খুদেরা। সোমবার বাদে এটি প্রতিদিন খোলা থাকে।
৪. সোলার ডোম বা সৌর গম্বুজ (Solar Dome): বিজ্ঞানে আগ্রহী পড়ুয়াদের জন্য সোলার ডোম এক শিক্ষণীয় স্থান। সৌরশক্তি কীভাবে কাজ করে এবং ভবিষ্যতে এর ব্যবহার কী—সে বিষয়ে এখানে সম্যক ধারণা দেওয়া হয়। গম্বুজের ভেতরে ঘোরার জন্য রোবট গাইডও ভাড়া পাওয়া যায়, যা বাচ্চাদের কাছে বাড়তি আকর্ষণের বিষয়। ছুটির দিনে এটি দুপুর ১২টা থেকে খোলা থাকে।
৫. জগন্নাথ মন্দির (Jagannath Temple): নিউটাউনের কারিগরি ভবনের কাছেই গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন মন্দির। মূল গর্ভগৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পূজিত হন। মন্দিরের দেওয়ালে খোদাই করা সমুদ্র মন্থনের দৃশ্য এবং সুন্দর ফোয়ারা মন্দির চত্বরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারেন।