৫৫ বছরের গণ্ডি পেরোলেও জীবনকে রঙিন ও উদ্দামভাবে উপভোগ করাই তাঁর লক্ষ্য। নাতি-নাতনি থাকলেও বয়স তাঁর কাছে কখনোই বাধা নয়। তিনি হলেন সোশাল মিডিয়ার পরিচিত মুখ আন্দ্রেয়া সানশাইন (Andrea Sunshine)—যিনি নিজের জীবনকে সীমাবদ্ধতায় আটকে রাখতে চান না। নিজের প্রতি ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি, আর সেই কারণেই এখনও তাঁর প্রেমজীবন বেশ উচ্ছ্বাসপূর্ণ। সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং অনুরাগীদের কাছে তিনি হাসিখুশি, প্রাণবন্ত জীবনযাপনের বার্তা পৌঁছে দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আন্দ্রেয়া নিয়মিত শরীরচর্চা করেন এবং ফিটনেস বজায় রাখার বিষয়ে খুবই সচেতন। নিজের অভ্যাস, ব্যায়ামপদ্ধতি থেকে শুরু করে সুস্থ থাকার নানা পরামর্শ তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। ব্যক্তিগত জীবন সম্পর্কেও কোনো রাখঢাক নেই তাঁর। উদ্দাম যৌনতা, স্বাধীন সম্পর্ক—সবকিছুকেই তিনি স্বাভাবিক বলে মনে করেন এবং প্রকাশ্যে জানান যে প্রেম বা ঘনিষ্ঠতার ক্ষেত্রে বয়স কখনোই বাধা হওয়া উচিত নয়। তাঁর মতে, বারবার প্রেমে পড়া মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে থাকতে সাহায্য করে। ফলে তিনিও সুযোগ পেলেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন, আর সম্পর্ক কতদিন স্থায়ী হবে তা নিয়ে আলাদা দুশ্চিন্তা করেন না।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নিজের প্রেমজীবন নিয়ে অকপট মন্তব্য করে আরও একবার শোরগোল ফেলে দেন আন্দ্রেয়া। সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার ঝড় ওঠে, কমেন্টবক্সও ছেয়ে যায় নানা প্রতিক্রিয়ায়। ভিডিওতে তিনি অসমবয়সী সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, ব্রাজিল সফরের সময় তাঁর পরিচয় হয় যমজ দুই ভাইয়ের সঙ্গে। সেখান থেকেই দ্রুত জন্ম নেয় নতুন প্রেমের অধ্যায়। প্রথমদিকে তিনি দ্বিধায় ছিলেন—একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা নিয়ে নানান সংশয় ঘিরে ধরেছিল তাঁকে। তবে কিছুদিনের মধ্যে সেই অস্বস্তি কেটে যায় এবং দু’জনের সঙ্গে খোলামেলা কথাবার্তা চালিয়ে পরিস্থিতি সহজ হয়ে ওঠে।
পরে আর কোনো জটিলতা তৈরি হয়নি। বরং আন্দ্রেয়া জানান, ব্রাজিলে কাটানো তিন সপ্তাহ তাঁর জন্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ। যমজ ভাইদের সঙ্গে ওই দিনগুলো নাকি তাঁর কাছে এক ধরনের মানসিক থেরাপির মতো মনে হয়েছিল। তাঁদের সঙ্গে কাটানো প্রতিটি রাত ও প্রতিটি মুহূর্ত তাঁর মনে আনন্দ, স্বস্তি এবং নতুন এক আত্মবিশ্বাস এনে দিয়েছে—এমনটাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।