বীরভূমের Bengali News খয়রাশোল ব্লকের ভাদুলিয়ায় কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। সোমবারের দুর্ঘটনায় ৬ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম আরও একাধিক শ্রমিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রামের একটি বেসরকারি কোলিয়রিতে এই দুর্ঘটনা ঘটে। Bengali News
ওই ব্লকে ব্লাস্টিংয়ের এর কাজ চলছিল। স্বাভাবিক নিয়মেই বারুদ, ডিটোনেটর, জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হয়েছিল ‘বুস্টার’ গাড়িতে (অর্থাৎ বিশেষ যে গাড়িতে করে বিস্ফোরক আনা হয়)। প্রাথমিকভাবে অনুমান, ওই গাড়ির রক্ষণাবেক্ষণ একদম ঠিক ছিল না। ওই গাড়িতে শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ ঘটে যায়। উপযুক্ত প্রশিক্ষণের অভাব ছিল বলেও অনেকে মনে করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম, রবিলাল মুর্মু (৪০), সোমনাথ হেমব্রম (৩২), জয়দেব মুর্মু (৪০), মঙ্গল মারান্ডি (৩০), যুদ্ধ মারান্ডি (৪৫), অমিত সিং (২৮)। মৃতদের বাড়ি দেবগঞ্জ ও বাস্তবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ছিন্নভিন্ন অবস্থায় একাধিক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (জিএমপিএল) এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
ভাদুরিয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় বাদ্যকর, সঞ্জয় বাদ্যকার বলেন, ‘আমরা কাজ করছিলাম। বিকট শব্দ শুনে প্রথমে ভাবলাম বাজি ফাটছে। পরে তো শুনলাম, বিস্ফোরণ হয়ে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকলেরই পাশের গ্রামে বাড়ি। সকালে রোজ কাজে আসত। এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি। পুলিশ ও দমকল এসে উদ্ধার কাজ করছে।’
স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি দেবগঞ্জ ও বাস্তবপুর এলাকায়। ঘটনার পর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন।কোম্পানির ব্লাস্টিংইনচার্জ মৃত অমিত সিং এর দাদা সুরজ সিং বলেন, ‘ডিটোনেটর এবং জিলেটিন স্টিক এই দুটি একসঙ্গে না হলে এবং এর সঙ্গে বারুদ যুক্ত না হলে বিস্ফোরণ হয় না। কিন্তু বুস্টার গাড়িতে এগুলি কী করে একসঙ্গে এলো এবং কী করেই বা শর্টসার্কিট হলো তা এখনও বুঝতে পারছি না।
আমিও তো একটা জায়গায় এই কাজেরই দায়িত্বে আছি। কোম্পানিরই গাফিলতি ছিল।’ মৃতদের পরিবার মোটা টাকা ক্ষতিপূরণ চায়। দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়। প্রশাসন সূত্রে খবর, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় বলেন, ‘গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ‘